৪৭তম বেফাক পরিক্ষার রেজাল্ট ২০২৪ সহ কওমী মাদ্রাসার সকল বোর্ড পরিক্ষার রেজাল্ট দেখুন।

icon যে কোন প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিন
বর্তমানে বাংলাদেশের কওমী মাদ্রাসার ৬টি শিক্ষাবোর্ডের মধ্যে সবচেয়ে বড় এবং অধিক সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে পরিচালিত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ নামক শিক্ষাবোর্ড।
দেশের কওমি মাদ্রাসা ও সংশ্লিষ্টদের নিকট সর্বোচ্চ জনপ্রিয়তা নিয়ে দাড়িয়ে আছে। কওমি মাদ্রাসার সিলেবাস ও অবকাঠামো নিয়ন্ত্রন,একাধিক পরীক্ষা ও সনদ প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে উক্ত বোর্ডটি।
গত ১৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ, ২শাবান ১৪৪৫ হিজরী, রোজঃ মঙ্গলবার থেকে শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিয়েছে মাদরাসার ছয় স্তরের শিক্ষার্থীরা। বেফাক ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী এবছর 23707 মাদরাসার থেকে 368372 ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করেন।


প্রতি বছরই ধারাবাহিক ভাবে উক্ত শিক্ষা বোর্ডের অধীনে বেশ কয়েকটি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। এবং পরীক্ষার দীর্ঘ বিরতীর পরে যথা সময়ে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কতৃক বেফাক পরীক্ষার রেজাল্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।

বেফাক রেজাল্ট কবে দিবে? 
সাধারণত বেফাক পরিক্ষার পর এক দেড়মাস এর ভিতরেই রেজাল্ট প্রকাশ হয়। সেই হিসেবে এবছরও বেফাক পরিক্ষার ফলাফল আগামী ২৪ রমজান প্রকাশ হবে।
 
বেফাক ওয়েবসাইটের অফিসিয়াল নোটিশ।
স্পষ্টভাবে দেখার জন্য ছবিতে ক্লিক করুন 🔻
বেফাকের সকল সংবাদের জন্য বেফাকের অফিসিয়াল ফেসবুক পেইজে চোখ রাখুন

এছাড়াও অনেকেই বেফাক পরিক্ষার রেজাল্ট দেখার জন্য এধরণের লেখা সার্চ করে গুগলে অনুসন্ধান করে থাকে।
★ বেফাকুল মাদারিসিল আরাবিয়া পরীক্ষার রুটিন 2024
★ বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড রেজাল্ট 2024
★ কওমি মাদ্রাসার রেজাল্ট ২০২৪
★ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৪

কিভাবে রেজাল্ট দেখবেন? 
বেফাক পরিক্ষার রেজাল্ট দুই ভাবে দেখা যাবে।
(১) অনলাইনে বেফাকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে
(২) মোবাইলে এসএমএস এর মধ্যমে। মেসেজের মধ্যমে রেজাল্ট দেখার অপশন বর্তমানে বন্দ রাখা হয়ছে। 

অনলাইনে যেভাবে রেজাল্ট দেখবেন।
প্রথমে নিচে দেওয়া লিংকে প্রবেশ করুন। উল্লেখিত নির্দেশনা ফলো করুন। উপরে দেওয়া ছবি অনুয়ায়ী আপনার মারহালা, রোল, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন।


মাদ্রাসাওয়ারি রেজাল্ট দেখতে একি নিয়মে ওয়েবসাইটে প্রবেশ করার পর সাইডবারে ক্লিক করে, মাদ্রাসাওয়ারী রেজাল্ট সিলেক্ট করুন.

মাদ্রাসাওয়ারি রেজাল্ট ২০২৪
তারপর মারহালা নির্বাচন করে ইলহাক নাম্বার দিয়ে নেক্স বাটনে ক্লিক করুন। তারপর বেফাকে রেজিষ্ট্রেশন কৃত ফোন নাম্বারের লাস্ট দুইটা নাম্বার দিন। এরপরে সাবমিট ক্লিক করুন। 

নোটঃ রেজাল্ট প্রকাশের দিন একসাথে অনেক মানুষ ওয়েবসাইট ভিজিট করায় ওয়েবসাইট সার্ভার ডাউন হয়ে গেলে ভয়ের কারণ নেই। কিছুক্ষণ পরে আবার চেষ্টা করলেই দেখতে পারবেন।

অন্যান্য বোর্ড পরিক্ষার রেজাল্ট দেখুন।


আজ এপর্যন্তই 🙂, পোস্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। কোন সমস্যা হলে কমেন্ট করুন। অথবা রেজাল্ট জানতে আমাদের টেলিগ্রাম গ্রুপে রোল নাম্বার, রেজিষ্ট্রেশন নাম্বার এবং মারহালা মেসেজ করে রাখুন। রেজাল্ট প্রকাশ হওয়া মাত্রই আমরা বাহির করে দিবো। ইনশাআল্লাহ। 
Previous Post Next Post